Madaripur Barta
ঢাকামঙ্গলবার , ৩০ আগস্ট ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে গৃহবধুর আত্মহত্যা

madaripurbarta
আগস্ট ৩০, ২০২২ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে মোসাঃ শিরিন আক্তার (২২) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত শিরিন আক্তার বাঁশগাড়ী এলাকার উত্তর উড়ারচর গ্রামের এনামুল সিকদারের মেয়ে। এদিকে থানা পুলিশ খবর পেয়ে নিহত ওই গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছেন।

আজ মঙ্গলবার গভীররাতে উপজেলার বাঁশগাড়ী এলাকার উত্তর উড়ারচর গ্রামে নিহতের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। তবে কি কারনে ওই গৃহবধু আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি।

এলাকা, পুলিশ ও ভূক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী এলাকার উত্তর উড়ারচর গ্রামের এনামুল সিকদারের মেয়ে শিরিন আক্তার কয়েকমাস যাবত তার বাবার বাড়িতে বসবাস করে আসছেন। কিন্তু হঠাৎ করে গভীর রাতে নিহতের বসতঘরের একটি রুমে তার ঝুলন্ত লাশ দেখতে পান তার বাক প্রতিবন্ধী বোন ময়না আক্তার। ময়নার চেচামেচি শুনে স্থানীয় লোকজন থানা পুলিশকে খরব দিলে নিহত ওই গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছেন।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, আমরা খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছি। তবে ওই গৃহবধু কি কারনে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।