কালকিনি প্রতিনিধি:
‘দৌড় হোক নিজের জন্য, দৌড় হোক সুস্থতার জন্য- এ স্লোগানকে সামনে রেখে আনন্দঘন পরিবেশে মাদারীপুরের কালকিনিতে অনুষ্ঠিত হল ১০কিলোমিটার ম্যারাথন দৌড়। আজ শুক্রবার ভোরে খাশের হাট রানার্স কমিটির আয়োজনে ও আবুল ফজল লেলিন এর অর্থায়নে মাদারীপুরের কালকিনি উপজেলার বাশগাড়ি ইউনিয়নের কানুর গাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু করে খাঠের হাট বন্দর শেখ লুৎফর রহমান সেতু হয়ে কানুর গাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে ম্যারাথন দৌড় শেষ হয়। দৌড় শেষে অংশগ্রহণকারী প্রত্যেককে মেডেল ও বিজয়ীদে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণ করেন, খাশের হাট রার্নাস কমিটির সভাপতি আবুল ফজল লেলিন, বাজার কমিটির সভাপতি বাবুল আকনসহ অন্যান্যরা।
ম্যারাথন দৌড় আয়োজক জানান, ম্যারাথনকে সর্বসাধারণের কাছে জনপ্রিয় করতে এবং মাদক ও নেশা থেকে যুব সমাজকে দূড়ে রাখতে আমাদের এ আয়োজন।