Madaripur Barta
ঢাকামঙ্গলবার , ৮ নভেম্বর ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে সড়ক দূর্ঘটনায় ঈজিবাইক চালক নিহত

madaripurbarta
নভেম্বর ৮, ২০২২ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ডাসার প্রতিনিধি:
মাদারীপুরের ডাসারে সড়ক দূর্ঘটনায় মো. ইব্রাহীম মুন্সী (৩০) নামের একজন ইজিবাইক চালক নিহত হয়েছে। মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে উপজেলার পান্তাপাড়া এলাকার এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম মুন্সী সদর উপজেলার ঘটকচর এলাকার আদমপুর গ্রামের আলী আকবার মুন্সীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, ইব্রহিম মুন্সি দুপুর দুইটার দিকে তার ইজিবাইক নিয়ে কর্ণপাড়া থেকে ভাঙ্গাব্রীজের দিকে যাচ্ছিলেন। তিনি ঢাকা-বরিশাল মহা সড়কের পান্তাপাড়া এলাকায় আসলে পেছন দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তার অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে ইব্রাহীম মারা যায়। পড়ে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করে পুলিশ।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মো.হাসানুজ্জামান বলেন, সড়ক দূর্ঘটনায় ইজিবাইক চালক মো. ইব্রাহীম মুন্সী মারা গেছে। এ ঘটনায় বাস চালক পলাতক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।