Madaripur Barta
ঢাকাবুধবার , ২১ জুন ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে পুলিশের অভিযানে ৬ জুয়ারী আটক

madaripurbarta
জুন ২১, ২০২৩ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

ডাসার প্রতিনিধি >>

 মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া এলাকায় থানা পুলিশের অভিযানে  ৬ জুয়ারীকে আটক করা হয়।

 তারা হলেন, মৃত নাজের হাওলাদারের ছেলে মো. শহিদুল হাওলাদার(৫৫), মৃত মোজাফ্ফর মোল্লার ছেলে রকিব মোল্লা(২৫), শাজাহান বেপারীর ছেলে রিশাদ বেপারী(১৯), মোকছেদ বেপরীর ছেলে ইউসুব বেপারী(৩৮), বোদাই মোল্লার ছেলে নাসির মোল্লা(৩০), আব্দুল রব হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার(২৭)।এসময় নগদ অর্থ ,সিগারেটের প্যাকেট ও জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।

 পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা চালিয়ে আসছিল। গোপন সংবাদে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম মাইজপাড়া জৈনিক আখি মেম্বারের বিল্ডিং বাড়ীতে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করে পুলিশ।

 ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জুয়ারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে বুধবার থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আগামীতেও আমাদের জুয়ারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।