Madaripur Barta
ঢাকাসোমবার , ১১ এপ্রিল ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার-৪

madaripurbarta
এপ্রিল ১১, ২০২২ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ীতে পুলিশের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে।
আজ সোমবার সকালে আহত এস.আই পলাশ কুমার বাদী হয়ে কালকিনি থানায় এ মামলাটি দায়ের করেছেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামী করা হয়েছে। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে ৪জন আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন মো. সজিব মৃধা (৩২), সোহাগ খান (২৫), ফয়সাল (২২) ও ইউনুস সরদার (২৬)।
মামলা ও এলাকা সুত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের আল আমিন হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মহিউদ্দিন লাট্টু বেপারী (৫৫)কে গ্রেফতার করার জন্য বাঁশগাড়ীর মধ্যেরচর গ্রামে সঙ্গীয় ফোর্সনিয়ে রবিবার দিবাগত রাতে অভিযান চালায় খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এস.আই) পলাশ কুমার দাস। এ সময় আসামীপক্ষের লোকজন পলাশ ও তার ফোর্সদের উপর অতর্কিত হামলা চালায়। এতে করে গুরুতর আহত হন এস.আই পলাশ কুমার। পরে থানা পুলিশ আহত অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে কালকিনি উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে পরে সেখানে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ হামলার ঘটনায় আহত এস.আই পলাশ কুমার বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামী করে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. ইশতিয়াক আশফাক রাসেল বলেন, এস.আই পলাশের উপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এবং অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৪জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।