শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে গোসাইরহাট উপজেলার ইদিলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের জীব বিঞ্জানের শিক্ষক দিলীপ কুমার মন্ডলের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ও তার পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে মৌখিকভাবে অভিযোগ করে। এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা শাহ আলম মিয়াকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। অভিযুক্ত শিক্ষক দিলীপ কুমার মন্ডলকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে অব্যহতি দেওয়া হয়েছে। দিলীপ কুমার মন্ডল গোসাইরহাট উপজেলার মাছুয়াখালি এলাকার বাসিন্দা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ এমদাদ হোসাইন ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, অষ্টম শ্রেনীর এক ছাত্রীকে দিলীপ কুমার মন্ডল কুপ্রস্তাব দেয়। ঔ ছাত্রী ও তার পরিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে মৌখিকভাবে অভিযোগ করে। পরে একে একে আরো ৬জন ছাত্রী শিক্ষক দিলীপ কুমার মন্ডলের বিরুদ্ধে তাদের শরীরে বিভিন্ন স্থানে হাত দেওয়া এবং কুপ্রস্তাবের অভিযোগ করে।
ভুক্তভোগী এক ছাত্রী বলেন, শিক্ষক দিলীপ কুমার আমাকে প্রায়ই একা প্রাইভেট পড়তে যেতে বলেন। ১৬ মে সোমবার দুপুরে তার বাসায় আমাকে একা প্রাইভেট পড়তে যেতে বলেন এবং আমি অনাগ্রহ প্রকাশ করলে জোর প্রয়োগ করে। পরে আমি আমার পরিবারকে ঘটনাটি খুলে বলি। স্কুলের একাধিক ছাত্রীরা বলেন, দিলীপ কুমার স্যার আমাদের কুপ্রস্তাব দেয় এবং শাসনের ছলে শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করে। আমরা এরকম স্যার চাই না।
এ ঘটনার পর থেকে শিক্ষক দিলীপ কুমার মন্ডল পালিয়ে বেড়াচ্ছেন। তার মোবাইলে একাধিক বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সুজন দাস গুপ্ত বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পেলেই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.