Madaripur Barta
ঢাকাবুধবার , ৮ জুন ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরের জাজিরায় প্রধান শিক্ষককে কুপিয়ে হত্যা

madaripurbarta
জুন ৮, ২০২২ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, স্থানীয় বিএম মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক সাইফুল ইসলাম মালতকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত ১০টায় জাজিরার উত্তর খোসাল সিকদারকান্দি গ্রামে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে বুধবার ভোরে তিনি মারা যান।

জাজিরার উত্তর খোসাল সিকদারকান্দি গ্রামের মৃত কিনাই মালতের ছেলে সাইফুল ইসলাম মালত। তিনি একসময় জাজিরা উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জাজিরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছ মাদবর ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম মাদবর গ্রুপের মধ্য আধিপত্য বিস্তার নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। এ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে সুজন ফকির (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

জাজিরা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সাইফুল ইসলাম জাজিরা উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন। রাত পৌনে ১০টার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। তার স্ত্রী সাথী আক্তার বলছিলেন আমরা আওয়ামী লীগ করি। তারপরও কেন আমার স্বামীকে আওয়ামী লীগের সমর্থকরা মেরে ফেলল। শুধু দলের এক নেতার সমর্থক বলে মেরে ফেলতে হবে? আমার সন্তানদের এখন কি হবে। মুঠোফোনে যোগাযোগ করা হলে জাজিরা উপজেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম মাদবর এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।

জাজিরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছ মাদবর বলেন, কারা সাইফুলকে হত্যা করেছে তা পুলিশ জানে। সাইফুলের পরিবার পুলিশকে তাদের নাম বলেছে। আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না।

জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ইলিয়াছ মাদবর ও সেলিম মাদবর গ্রুপের মধ্য আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ছিল। নিহত সাইফুল ইলিয়াছের সমর্থক ছিলেন। কিছু দিন আগের একটি মামলা নিয়ে সেলিমের লোকজন তার ওপর ক্ষুদ্ধ ছিল। এর জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি। তার পরও বিষয়টি অনেক গভিরে তদন্ত করা হবে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা করা হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।