সৈয়দ রাকিবুল ইসলাম:
মাদারীপুরের ডাসারে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ অনিমেষ বিশ্বাস(৩৫) নামে এক যুবককে গ্রেফতার করছে ডাসার থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে, বুধবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানার এস আই অখিল সংঙ্গীয় ফোর্স নিয়ে ডাসার বাজারে অভিযানকালে তাকে তল্লাশি করে ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করে। আটককৃত আসামী উপজেলার উত্তর খিলগ্রামের অনিল বিশ্বাসের ছেলে।
এ ঘটনায় বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে ডাসার থানায় একটি মামলা রুজু করে আসামীকে আদালতে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, একজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.