কালকিনি প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে মোসাঃ শিরিন আক্তার (২২) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত শিরিন আক্তার বাঁশগাড়ী এলাকার উত্তর উড়ারচর গ্রামের এনামুল সিকদারের মেয়ে। এদিকে থানা পুলিশ খবর পেয়ে নিহত ওই গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছেন।
আজ মঙ্গলবার গভীররাতে উপজেলার বাঁশগাড়ী এলাকার উত্তর উড়ারচর গ্রামে নিহতের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। তবে কি কারনে ওই গৃহবধু আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি।
এলাকা, পুলিশ ও ভূক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী এলাকার উত্তর উড়ারচর গ্রামের এনামুল সিকদারের মেয়ে শিরিন আক্তার কয়েকমাস যাবত তার বাবার বাড়িতে বসবাস করে আসছেন। কিন্তু হঠাৎ করে গভীর রাতে নিহতের বসতঘরের একটি রুমে তার ঝুলন্ত লাশ দেখতে পান তার বাক প্রতিবন্ধী বোন ময়না আক্তার। ময়নার চেচামেচি শুনে স্থানীয় লোকজন থানা পুলিশকে খরব দিলে নিহত ওই গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, আমরা খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছি। তবে ওই গৃহবধু কি কারনে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.