শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর সদর উপজেলার সুবচনী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুরভী আক্তারকে প্রেম করার অপরাধে প্রধান শিক্ষক কর্তৃক গালিগালাজ ও ছাড়পত্র দিয়ে বিদ্যালয় থেকে তাড়িয়ে দেয়া এবং কথিত প্রেমিকের মা ও তার ভাই কর্তৃক বিদ্যালয়ে প্রকাশ্যে ওই ছাত্রীকে জুতাপেটা করায় অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে সুরভী আক্তার। রবিবার সকালে আত্মহত্যার প্ররোচনাকারীদের গ্রেফতারের দাবিতে সুবচনী উচ্চ বিদ্যালয়ের সামনে সুবচনী বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় ৩ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থী এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্তদের গ্রেফতার ও প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে সুবচনী বাজারে টায়ার জালিয়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভ মিছিল করে।
উল্লেখ্য, নিহত সুরভী আক্তারের পিতা জাহাঙ্গীর ওঁঝা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন সিকদারসহ ৪জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৪জনকে আসামী করে শুক্রবার পালং মডেল থানায় মামলা দায়ের করেছেন। এদিকে মামলা তুলে নিতে মামলার বাদী নিহতের পিতা জাহাঙ্গীর ওঁঝাকে আসামীরা হুমকি প্রদান করেছে বলে তারা অভিযোগ করেছেন।