ডাসার প্রতিনিধি:
মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নে অবস্থিত বাঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অনিয়মতান্ত্রিক ভাবে এবং গোপনীয়তার সাথে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে রাতের আঁধারে গঠন করার অভিযোগ এনে উক্ত কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় অভিবাবক সহ গ্রামবাসী।
আজ (৯ অক্টোবর) রবিবার সকালে স্থানীয় সাংবাদিকদের নিয়ে ডাসার উপজেলা প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় গ্রামবাসী ও অভিবাবক সদস্য আরিফ হোসেন খান, শের জামান খান, মনিরুজ্জামান খান সহ উপস্থিত অন্তত ১৫জন গ্রামবাসী অভিযোগ করে বলেন, ‘নিয়ম-নীতির তোয়াক্কা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগসাজসে গোপনে গত ৩অক্টোবর বাঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়।
বিষয়টি জানাজানি হলে অভিবাবক সহ গ্রামবাসীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তাই উক্ত বিতর্কিত কমিটি বাতিল করে বিধি মোতাবেক নতুন কমিটি গঠনের ব্যবস্থা করার জন্য আমরা প্রশাসনের কাছে জোড় দাবী জানাই।
এসময় আরো উপস্থিত ছিলেন, আক্কাস বিশ্বাস, জয়নাল সরদার, সান্টু চৌকিদার, সুমন বিশ্বাস, শহিদ আকন, সুজন বয়াতি, আবুল কালাম ঢালীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.