Madaripur Barta
ঢাকাবুধবার , ১২ অক্টোবর ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

madaripurbarta
অক্টোবর ১২, ২০২২ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

ডাসার প্রতিনিধি:

মাদারীপুরের ডাসারে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো: ফারুক মোল্লা(৩২) নামে এক যুবকের বিরুদ্ধে । এ ঘটনায় ঐ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার (১২ অক্টোবর ) দর্শনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে ডাসার থানা পুলিশ । গ্রেফতারকৃত মো: ফারুক মোল্লা উপজেলার মৃত: আমজেদ মোল্লার ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানাগেছে, ঘটনার দিন গত ৮ অক্টোবর নাবালিকা শিশুটি বিকেলে বাড়ীর অন্যন্য শিশুদের সাথে খেলতেছিল। এসময় অভিযুক্ত মো: ফারুক মোল্লা শিশুটিকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে তার বাড়ীর পিছন বারান্দায় নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার করলে তার মুখ চেপে ধরে তাকে ভয়ভীতি দেখায়। ঘটনার পরে ঐ দিন শিশুটি অসুস্থবোধ করলে শিশুটির মা জানতে পারেন প্রতিবেশী অভিযুক্ত মো: ফারুক তার মেয়েকে ধর্ষণ করেছে। ঘটনার পরের দিন ৯ অক্টোবর শিশুটিকে প্রাথমিক চিকিৎসার জন্য ঘোষেরহাট বাজারে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়।পরে ডাক্তারের পরামর্শে গত ১১আক্টোবর মাদারীপুর সদর হাসপাতেলে ভর্তি করেন শিশুটির পরিবার। ঘটনার পরে ভুক্তোভোগীর পিতা বাদী হয়ে ডাসার থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় আজ বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার দর্শনা গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ভুক্তভোগী শিশুটি মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মো: হাসানুজ্জামান বলেন, শিশু ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।