প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৪:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২২, ৫:৪৩ অপরাহ্ণ
মাদারীপুরে সড়ক দূর্ঘটনায় ঈজিবাইক চালক নিহত

ডাসার প্রতিনিধি:
মাদারীপুরের ডাসারে সড়ক দূর্ঘটনায় মো. ইব্রাহীম মুন্সী (৩০) নামের একজন ইজিবাইক চালক নিহত হয়েছে। মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে উপজেলার পান্তাপাড়া এলাকার এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম মুন্সী সদর উপজেলার ঘটকচর এলাকার আদমপুর গ্রামের আলী আকবার মুন্সীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, ইব্রহিম মুন্সি দুপুর দুইটার দিকে তার ইজিবাইক নিয়ে কর্ণপাড়া থেকে ভাঙ্গাব্রীজের দিকে যাচ্ছিলেন। তিনি ঢাকা-বরিশাল মহা সড়কের পান্তাপাড়া এলাকায় আসলে পেছন দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তার অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে ইব্রাহীম মারা যায়। পড়ে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করে পুলিশ।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মো.হাসানুজ্জামান বলেন, সড়ক দূর্ঘটনায় ইজিবাইক চালক মো. ইব্রাহীম মুন্সী মারা গেছে। এ ঘটনায় বাস চালক পলাতক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ madaripurbarta2021@gmail.com
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.