কালকিনি প্রতিনিধি:
জমি-জমা বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনিতে আবুল বাশার-(৫৮) নামে এক ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয় লোকজন আহত ওই ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করেন। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার। আজ শনিবার সকালে ওই হামলাকারীদের বিচারের দাবী জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এলাকা, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার কয়ারিয়া ইউনিয়নের বড়চর কয়ারিয়া গ্রামের ব্যবসায়ী আবুল বাশার শিকদারের সঙ্গে একই বাড়ির এনামুল শিকদারের দীর্ঘদিন যাবত জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। ওই ব্যবসায়ী তার ব্যবসায়ীক কাজে ঢাকা থাকার সুযোগে এনামুল শিকদার বাশার শিকদারের জমিতে বেড়া দিয়ে দেয় এবং তার জমির মাটি কেটে নিয়ে যায়। খবর পেয়ে ওই ব্যবসায়ী তার পরিবার নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসেন। পরে ওই বেড়া নিয়ে উভয় পক্ষের মাঝে ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায় এনামুল শিকদার গত বুধবার সকালে দেশীয় অস্ত্র (ছেনদা) নিয়ে ওই ব্যবসায়ীর উপর হামলা চালায়। এতে করে ব্যবসায়ী বাশার শিকদার গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত ওই ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করেন। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত ব্যবসায়ীর স্ত্রী আজমির বেগম। পরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে ওই হামলাকারীদের বিচারের দাবী জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
আহত ব্যবসায়ীর স্ত্রী আজমির বেগম বলেন, আমরা ঢাকা থাকার সুযোগে আমাদের জমিতে বেড়া দিয়েছে এবং জমির মাটি কেটে নিয়েছে এনামুল। এটা প্রতিবাদ করায় সে আমার স্বামীকে হত্যার চেষ্টা চালায়। তাই আমি তার নামে থানায় অভিযোগ দিয়েছি।
এলাকার মাতুব্বর আবুল কালাম খাঁন বলেন, এনামুল যে দা নিয়ে বাশারের উপরে হামলার চেষ্টা চালিয়েছে সে দা আমি আমার জিম্মায় নিয়েছি। তবে এই ঘটনার আমরা বিচার দাবী যানাই।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, হামলার ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.