ডাসার প্রতিনিধি >>
মাদারীপুরের ডাসারে ২ ইজিবাইক চালকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেছে অটো শ্রমিকার। গতকাল সোমবার দুপুরে ডাসার-মাদারীপুর সড়কের ডাসার উপজেলা প্রেসক্লাবের সামনে সড়ক অবোরোধ করে বিক্ষোভ করে তারা।
এ সময় অটো শ্রমিক সভাপতি মো. সিরাজ সরদার বলেন, রেজাউল শরিফ কালু নামের এক প্রভাবশালী দীর্ঘদিন যাবত আমাদের অটো শ্রমিকদের কাছে চাঁদা দাবি করে আসছিল তাকে চাদা না দিলে সম্প্রতি মনির নামক এক অটো চালককে মারধর করে। এবং গতকাল সোমবার সকালে আবার অটো চালক শ্যামল বৈষ্ণব ও দেবব্রত মজুমদারকে মারধর করে এবং শ্যামল বৈষ্ণব এর ইজিবাইক নিয়ে যায়। ভুক্তভোগী শ্যামল বৈষ্ণব ও দেবব্রত মজুমদার বাদি হয়ে ডাসার থানায় রেজাউল শরিফ কালুর নামে একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত রেজাউল শরিফ কালুর শাস্তির দাবিতে ডাসার-মাদারীপুর সড়ক অবোরোধ করে বিক্ষোভ করি আমরা। পরক্ষনে ডাসার থানা পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে আইনি ব্যাবস্থা গ্রহন করবেন এমন অশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করেনেনে বলে জানান অটো শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. সিরাজুল হক সরদার।
ডাসার থানার ওসি (তদন্ত) মোঃ মঞ্জুরুল ইসলাম বলেন, সড়ক অবোরোধ করা হয়েছিল। আমরা এসে জানচলাচলের জন্য সড়ক পরিস্কার করে দেই এবং তারা সঠিক বিচার পাবেন বলে আশ্বস্ত করি।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.