
ডাসার প্রতিনিধিঃ >>
মাদারীপুরের ডাসারে অপ্রাপ্ত বয়সী কিশোর- কিশোরীকে আইনকে তোয়াক্কা না করে বিয়ে পড়িয়ে দেওয়ার চেষ্ঠা করার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৫জুন) রাতে বিয়ে পড়ানো নিয়ে নানা নাটকীয়তা করেন।ডাসার থানা পুলিশ ঘটনা জানার পরে উভয় কিশোর- কিশোরীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাদারীপুরের ডাসার উপজেলার কাজিবাকাই ইউনিয়নের আনোয়ার বেপারীর ছেলে আবেদুল ইসলাম অনিকের প্ররোচনায় বরিশাল জেলার কতয়ালি থানার সদ্য সমাপ্ত এসএসসি পরিক্ষার্থী পালিয়ে আসে ডাসারে। এ সময় উভয় এর বিবাহ পড়ানোর উদ্যোগ নেয় ছেলের আপন চাচা কাজিবাকাই ইউনিয়নের সাবেক মেম্বার জামাল বেপারী। কিন্তু ছেলে মেয়ে উভয় অ-প্রাপ্ত বয়স্ক হওয়ায় বিবাহ পড়াতে পাড়বেনা বলে জানান এক কাজি। এভাবে রাতভর বিয়ে পড়াতে বিভিন্ন ফন্দিফিকির করেন তিনি। খবর পেয়ে ডাসার থানা পুলিশ ছেলে মেয়েকে উদ্ধার করে আনতে গেলে উভয় অভিভাবক ছেলে মেয়েকে নিয়ে চলে গেছে বলে মিথ্যে তথ্য দিয়ে ফিরিয়ে দেয় পুলিশকে। গোপনে ছেলে মেয়েকে আবার বিবাহ দেওয়ার চেষ্টা করা হচ্ছে সংবাদে ভোরে উভয়কে উদ্ধার করে হেফাজতে নেয় ডাসার থানা পুলিশ। জামাল মেম্বার জানান, আমার আপন ছোট ভাইয়ের ছেলে ও ওই মেয়ে একে অপরকে ভালোবাসে তাই তাদের বিবাহ দিতে চেয়েছি কিন্তু উভয়ের বয়স না হওয়ায় বিবাহ দেওয়া যায়নি।
ডাসার থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসানুজ্জামান বলেন, আমি খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি তাদের উদ্ধার করার জন্য কিন্তু প্রথমে মেম্বার পুলিশকে সত্য তথ্য দেননি। পরে আবার পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। মেয়ের অভিভাবক আসলে পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।