সৈয়দ রাকিবুল ইসলাম, ডাসার >>
স্মাট বাংলাদেশ বিনর্মাণ ও শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল করা লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ডাসার উপজেলার মাধ্যমিক পর্যায়ের সরকারি ও এমপিও ভুক্ত ও নন এমপিও বিদ্যালয় ও দুটি দাখিল মাদ্রাসার নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে দ্বিতীয় ধাপে ৪৪টি ট্যাব বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ জুলাই) বেলা ১১টায় উপজেলা হলরুমে উপজেলা কতৃক আয়োজিত অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনশুমারি ও গৃহ গণনা প্রকল্প -২০২১ প্রকল্পের ট্যাবসমূহ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন ইয়াছমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম তালুকদার, ডাসার উপজেলা পরিসংখ্যান অফিসার মাসুম বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম হাওলাদার, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলামসহ উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন ইয়াছমীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। সরকারের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল করার লক্ষ্যে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর দেওয়া উপহার হিসেবে এসকল ট্যাব পেয়ে খুশি শিক্ষার্থী, অভিভাবক ও স্কুলের শিক্ষকগণ।