বার্তা ডেস্ক >>
মাদারীপুর ডাসার উপজেলা গোপালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে দীর্ঘদিন ক্যান্সারে ভুগে ১৩ আগষ্ট মারা গেলেন মৃত আঃ গনি হাওলাদারের ছেলে আবিজুল হাওলাদার। পরিত্যক্ত ঘরে বসবাস করে আসছে দীর্ঘদিন। অসহায় হতদরিদ্র আবিজুলের ভাগ্যে জোটেনি মুজিববর্ষের সরকারি ঘর। দেখার কেউ নেই এই অসহায় বাসস্থান। কেউ আসে নেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে মারা গেলেন পরিবারে স্ত্রী সহ ৩টি সন্তানকে রেখে।
অনেকে দেখেও দেখেনি বাড়ায়নি সাহায্যের হাত। সরকারি একটি ঘরের জন্য সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো ব্যবস্থা হয়নি। তাই সংশ্লিষ্ট কতৃপক্ষ, বিত্তশালী, সামাজিক ব্যক্তি ও প্রবাসীসহ সবার কাছে অনুরোধ এই অসহায় পরিবারের একটি ঘরের ব্যবস্থা করার জন্য।
দেখা গেছে, জরাজীর্ণ ঝুপড়ী ঘর, চারদিকে চট, টিন, পলিথিন আর লাকড়ির ঘেরা, সেই ঝুপড়ি ঘরে বসবাস ভূমিহীন এই পরিবারের। জমি ও ঘরহীন স্বামী পরিত্যক্তা অসহায় দরিদ্র দিন মজুর আবিজুলের কথা যার সংসার চলে মানুষে বাড়িতে চেয়ে চিন্তে।
আবিজুলের স্ত্রী নুপুর বেগমের জানায়, স্বামীর ক্যান্সারে যতটুকু সম্বল ছিল সব শেষ। তিনি বিভিন্ন জায়গায় দিনমজুরের কাজ করে পরিবারের ভরণ পোষণ করে আসছিল। তিনি তো চলে গেলেন। এখন সন্তানদের নিয়ে আমি জীবনযাপন করবো কি ভাবে। একটা ঘর হলে সবাই মিলে একটু ভাল ভাবে থাকতে পারতেন।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.