Madaripur Barta
ঢাকাশুক্রবার , ৯ ফেব্রুয়ারি ২০২৪
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের কালকিনিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে আহত ১৫

Jahid Hasan
ফেব্রুয়ারি ৯, ২০২৪ ১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে আহত হয়েছেন অন্তত ১৫ জন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার আমিরিয়া গোপালুপর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ২০-২৫ জন যাত্রী নিয়ে কালকিনির ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে মাদারীপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয় আমানত শাহ পরিবহনের যাত্রীবাহী একটি বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের আমিরিয়া গোপালপুর এলাকায় আসলে নিয়ন্ত্রন হারায় চালক। এ সময় সড়কের পাশের একটি গাছে ধাক্কা লাগে। এতে আহত হয় অন্তত ১৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের মধ্যে ৯জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় বরিশাল শের-ই বাংলা মেডিকেলে। দুর্ঘটনার কারনে সড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন জমাদ্দার বলেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যাওয়ায় সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুলা আল মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বাসের চালক নিয়ন্ত্রন হারালে ঘটে এ দুর্ঘটনা।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।