কালকিনি প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মাদারীপুরের কালকিনি উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতা-কর্মীরা।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানমের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতৃরা। সমাধিস্থল থেকে ফিরে এসে আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মহিলা আওয়ামী লীগের নেতৃরা।
শ্রদ্ধা নিবেদনের পরে ’৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন মাওলানা সামিউল ইসলাম নওয়াব। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানম, সাধারণ সম্পাদক কোহিনুর সুলতানা, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শিবলী বাসার, সাধারন সম্পাদক ডলি রহমান ও বিভিন্ন ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.