জাহিদ হাসান:
মাদারীপুরের কালকিনিতে ১৩৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. রিপন হোসেন হাওলাদার(৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮। উপজেলার হাচেন আকনেরহাট এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত রিপন হাওলাদার উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর গ্রামের আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে। আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে মাদারীপুর র্যাব-৮।
গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপু র্যাব-৮ সিপিসি-৩ কোম্পানী কমান্ডার মোহাম্মদ সাদেকুল ইসলামের নেতৃত্বে শনিবার বিকেলে র্যাবের একটি অভিযানিক দল উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের হাচেন আকনেরহাট এলাকায় অভিযান চালায়। এসময় মো. রিপন হোসেনকে ১৩৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। এবং এ সময় তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল এবং ০৪টি সীমকার্ড এবং মাদক বিক্রয়ের নগদ ২৫০/- টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে র্যাবের কম্পানী কমান্ডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আটককৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ কালকিনি থানাসহ বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আটককৃত আসামী রিপনের বিরুদ্ধে কালকিনি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.