Madaripur Barta
ঢাকাবৃহস্পতিবার , ২ জুন ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে ফেনসিডিলসহ পিতা-পুত্র গ্রেফতার

madaripurbarta
জুন ২, ২০২২ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধি:

বরিশালের গৌরনদী উপজেলার নন্দন পট্টি গ্রাম ঈদগাহ এলাকা থেকে  বুধবার রাতে ১৬০ বোতল ফেনসিডিল সহ মাদক বিক্রেতা পিতা ইদ্রিস মোল্লা (৫৫) ও পুত্র সুমন মোল্লা (৩০)কে গ্রেফতার করেছে গৌরনদী মডের থানা পুলিশ। তারা গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা ।

গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ পরিদর্শক শাহজাহান ও সহকারী উপ-পরিদর্শক হুমায়োন সঙ্গীয় ফোর্স নিয়ে  বুধবার রাতে উপজেলার  নন্দন পট্টি গ্রামের ঈদগাহ এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা সুমন মোল্লা  ও তার পিতা ইদ্রিস মোল্লা পেয়ারার ঝুড়ি নিয়ে  দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ ধাওয়া করে পেয়ারার ঝুড়ির মধ্যে লুকিয়ে রাখা ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং সুমন মোল্লা ও তর পিতা ইদ্রিস মোল্লাকে ১৬০ বোতল ফেনসিডিল সহ আটক করে।

এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক শাহজাহান বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে আটককৃত পিতা-পুত্রকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো  হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।