Madaripur Barta
ঢাকামঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

স্বপ্না আসছে রংপুরে: তাকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি

madaripurbarta
সেপ্টেম্বর ২৭, ২০২২ ১২:৫১ অপরাহ্ণ
Link Copied!

রংপুর প্রতিনিধি:

জাতীয় দলের অন্যতম ১০ নম্বর জার্সিধারী ফুটবলার রংপুরের সিরাত জাহান স্বপ্না আগামী ২৯শে সেপ্টেম্বর রংপুরে আসছে, তাকে বরণ করতে জেলায় চলছে ব্যাপক প্রস্তুতি।

স্বপ্নার আসা নিয়ে প্রস্তুতি গ্রহণ করছে রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও রংপুর চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট মনঞ্জুর আহমেদ আজাদ, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গেলাম রব্বানী।

আগামী ২৯ সেপ্টেম্বন সকাল ১১টায় সৈয়দপুর বিমানবন্দরে সিরাত জাহান স্বপ্নাকে রিসিপ করা হবে। তারপর রংপুর শহরের প্রধান প্রধান সড়কে গাড়িকে করে স্বপ্নাকে ঘোড়ানো হবে। তারপর পালিচড়া স্টেডিয়ামে গিয়ে স্বপ্নাকে সংবর্ধনা জানানো হবে।

এছাড়া এই স্বপ্ন জয়ের অংশীদার স্বপ্নাকে রংপুরে বরণ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এসোসিয়েশন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ। সদ্য সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়কারী স্বপ্না যেন রংপুরের মুকুট।

রংপুর জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট বিশিষ্ট খেলোয়াড় ও সংগঠক মঞ্জুর আহমেদ আজাদ বলেন, তাদের পক্ষ থেকেও স্বপ্নাকে সম্বর্ধনাদেয়ার ব্যাপারে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে । শুধু তাই নয় ওই দিন তিনি নিজ তহবিল থেকে ১লাখ টাকার চেক তুলে দেবেন স্বপ্নার হাতে।

স্বপ্না সদ্যপুস্কুরিনী পালিচড়া ফুটবল দলের খেলোয়াড়। সিরাত জাহান স্বপ্না ২০১৩ সালে জাতীয় দলের ক্যাম্পে ডাক পায়, সেই থেকে এখন পর্যন্ত জাতীয় দলে খেলছেন। এই সাফ নারী চ্যাম্পিয়নশীপে ৪ গোল করে দেশের জয়ে ভূমিকা রেখেছেন স্বপ্না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।