Madaripur Barta
ঢাকাশুক্রবার , ৪ নভেম্বর ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে হাতুড়িপেটায় আহত যুবকের মৃত্যু

madaripurbarta
নভেম্বর ৪, ২০২২ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে সৌদি প্রবাসীর স্ত্রীকে বিয়ে করার জেরে হাতুড়িপেটায় আহত যুবক আজম মাতুব্বর(৩২) মারা গেছে। শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খৈয়ারভাঙ্গা গ্রামের রাজ্জাক মাতুব্বরের ছেলে। এ ঘটনায় রাসেল খা(২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মস্তফাপুরে ৭ মাস আগে সৌদি প্রবাসী ওবাইদুল হাওলাদারের(৩৮) তালাকপ্রাপ্ত স্ত্রী লিমা আক্তারকে বিয়ে করে আজম। এ নিয়ে ওবাইদুলের সাথে আজমের বিরোধ তৈরি হয়। গত মাসের ২০ তারিখ ঢাকা থেকে মস্তফাপুরের একটি বাসায় ভাড়া থাকা শুরু করলে লিমার আগের স্বামী ও তার ভাইসহ কিছু সন্ত্রাসী তাকে মারার জন্য বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। পরে ১লা নভেম্বর রাতে  দোকানের কাজ শেষে ভাড়া বাসায় ফেরার পথে মস্তফাপুর পল্লী বিদ্যুৎ জামে মসজিদের সামনে আসলে সাজ্জাদ ঢালী, সোবাহান ঢালী, রাসেল খা, মহাসিন মীর, জীবন ঢালী, আবির ঢালীসহ কয়েকজন সন্ত্রাসীরা লোহা রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে আহত করে  রাস্তায় ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আজমকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনায় রাসেল খা নামে একজনকে আটক করেছে মাদারীপুর সদর থানা পুলিশ।

নিহত আজমের স্ত্রী লিমা কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার স্বামীকে আমার ভাইয়েরাসহ বিভিন্ন সাজ্জাদ ঢালী, সোবাহান ঢালী, রাসেল খা, মহাসিন মীর, জীবন ঢালী, আবির ঢালীসহ কয়েকজন সন্ত্রাসীরা লোহা ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে রাস্তায় ফেলে রেখে গেছে। আমি তাদের আইনের মাধ্যমে ফাঁসি চাই।

অভিযুক্ত সবাই পলাতক থাকায় কারো সাথে কথা বলা সম্ভব হয়নি।

মস্তফাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হাবিব হাওলাদার জানান, এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. মনোয়ার চৌধুরী বলেন, পারিবারিক ঘটনার জেরে এই ব্যাক্তিকে মারধর করে ফেলে রেখেছিল। এরপর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছে। আমরা এই বিষয় মামলা নিয়ে আসামী গ্রেপ্তারের চেস্টা করবো। ঘটনার পরে এলাকা থেকে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।