আন্তর্জাতিক ডেস্ক:
মালয়েশিয়ার জোহর রাজ্য অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যাকবলিত।
বন্যাকবলিত এলাকার প্রধান মসজিদগুলি এখন অস্থায়ী বন্যা ত্রাণ কেন্দ্র হিসাবে খোলা হয়েছে। জোহর ইসলামিক রিলিজিয়াস অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফরেদ মোহম্মদ খালিদ গণমাধ্যমে বলেছেন, প্রাকৃতিক দূর্ভোগ কাটিয়ে উঠতে মসজিদে গুলোকে ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে।
“এটি একটি আকস্মিক পরিকল্পনা যা বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারনের দূর্ভোগ কমাতে এবং তাদের সাহায্য করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ”
মসজিদ গুলোকে অস্থায়ী বন্যা ত্রাণ বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। যাতে দ্রুত বন্যার্ত মানুষকে সাহায্য পৌঁছে দেয়া যায়।
জোহরে বন্যার পঞ্চম দিনে আজও বাড়তে থাকে বন্যার্তের সংখ্যা। অব্যহত আছে বৃষ্টি। বৃষ্টিতে স্থানীয় সহ আটকে পরেছেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসী নাগরিক।
মালয় মেইলের এক জরিপে জানা যায় আজ দুপুর ১২টা পর্যন্ত রাজ্যের ৯,২৫৩টি পরিবারের মোট ৩২,৭১৯ জন বন্যার্তদের ২১৮টি অস্থায়ী বন্যা ত্রাণ কেন্দ্রে রাখা হয়েছে।Lekaren-Slovenska24