Madaripur Barta
ঢাকাবৃহস্পতিবার , ৯ ডিসেম্বর ২০২১
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে দুই দফা দাবীতে এইচএসসি পরীক্ষার্থীদের মানবন্ধন

madaripurbarta
ডিসেম্বর ৯, ২০২১ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনা (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জে ৪০ ভাগ সিলেবাস ও সময় নির্ধারনের দুই দফা দাবীতে মানবন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় দুই দফা দাবী আদায়ের শ্লোগান দেয় মানববন্ধনকারীরা।

মানববন্ধন চলাকালে হাজী লাল মিয়া সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী আরাফাত হোসেন তমাল, সানজিদা রহমান ফারিয়া, শেখ ফজিলাতুন্নেচ্ছা মহিলা কলেজের তানিয়া খানম বক্তব্য রাখেন।

এসময় তারা বলেন, পূর্ব ঘোষিত ৭০ ভাগ সিলেবাস কমিয়ে ৪০ ভাগ সিলেবাসের ঘোষনা দিয়ে পরীক্ষা এবং শুধুমাত্র গ্রুপ সাবজেক্টের পরীক্ষা ও সিলেবাস অনুযায়ী সময় নির্ধারন করতে হবে।

মানববন্ধন শেষে পরীক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

দুই দয়া দাবী হলো, পূর্ব ঘোষিত ৭০ ভাগ সিলেবাস কমিয়ে ৪০ ভাগ সিলেবাসের ঘোষনা দিয়ে পরীক্ষা নিয়ো এবং শুধুমাত্র গ্রুপ সাবজেক্টের পরীক্ষা ও সিলেবাস অনুযায়ী সময় নির্ধারন করা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।