ইভনে ফারহান >>
মাদারীপুরে বিদ্যালয়ে পরীক্ষা শুরু হওয়ার পূর্বেই সিলিং ফ্যান খুলে পড়ে চার শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকালে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পশ্চিম কলাগাছিয়া এসিনর্থ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শিক্ষার্থীরা হচ্ছে, দশম শ্রেণির কমার্স শাখার হীরামনী, মুনা আক্তার, ইরিনা আক্তার ও সাইমা জাহান। তাদের মধ্যে হিরামনি বেশি অসুস্থ। তার কপালে সেলাই লেগেছে। অন্যরা হাতে ও পিঠে আঘাত পেয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
এদিকে হীরামনির অবস্থা অবনতি হওয়ায় মাদারীপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী হীরামনির নানা শামসুল হক মোল্লা বলেন, এর আগেও গতবছর ফ্যান মাথার উপর করেছে। এবছর আরও শিক্ষার্থীরা আহত হওয়ার ঘটনা ঘটেছে। কোন ধরনের ব্যবস্থা নিচ্ছে না শিক্ষক ও বিদ্যালয়ের কমিটি। শিক্ষা প্রতিষ্ঠানের গাফিলতির জন্য আজ শিক্ষার্থীরা এই ঘটনায় আহত হয়েছে। আমার নাতি হীরামনির কিছু হয়ে গেলে দায়ী কে নেবে এখন। আমরা প্রধান শিক্ষকসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে মাদারীপুর সদর থানায় হীরামনির নানা শামসুল হক মোল্লা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন প্রধান শিক্ষক সহ প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ বিষয়ে অভিযোগ করেছে থানায় বিষয়টি আমরা তদন্ত করে আইনি সহযোগিতা করবো।