Madaripur Barta
ঢাকাসোমবার , ১৩ ডিসেম্বর ২০২১
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের শিবচর থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

madaripurbarta
ডিসেম্বর ১৩, ২০২১ ১২:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

 

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর র‌্যাব-৮ কর্তৃক ১০ কেজি ৭০০ গ্রাম গাজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

র‌্যাব ৮ সূত্রে জানা যায়, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ এর নেতৃত্বে ১১ ডিসেম্বর রাত সাড়ে ১১ টার দিকে মাদারীপুরের শিবচর থানার খাড়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে মোঃ সোহেল শেখকে (৩৬) ১০(দশ) কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করে র‌্যাব-৮।

এসময় আটককৃত আসামীর নিকট হতে মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ১টি হেলমেট, ১টি মোবাইল, ২টি সীমাকর্ড উদ্ধার করা হয়।

আটককৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর, ঢাকা, কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্যের পাইকারীভাবে ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ শিবচর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শিবচর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।