বার্তা ডেক্স:
মাদারীপুরে আশ্রয়ণ প্রকল্পের ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণ মামলার আসামী শওকত তস্তারকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল (১০ জুলাই) সোমবার রাত পৌনে ১০ টার দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামী শওকত তস্তার সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের জলিল তস্তারের ছেলে।
মামলার বিবরণ ও র্যাব সুত্র জানায়, ওই কিশোরীর মা বেঁচে নেই। কিশোরী মেয়েটি বাবা ও দাদীর সাথে আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে বসবাস করে আসছিলেন। গত শুক্রবার দুপুরে প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার পথে ছিলারচর ইউনিয়নের লক্ষীপুর এলাকার শওকত তস্তার মেয়েটির মুখ চেপে পাশের একটি পুকুর পাড়ের ঝোপের ভেতর তুলে নিয়ে যায়। পরে ওই কিশোরীকে ২ ঘন্টা আটকে রেখে জোড়পূর্বক ধর্ষণ করে ওই যুবক। এসময় এক প্রতিবেশী ওই পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় দেখতে পেয়ে স্থানীয়দের ডাক দিলে ওই যুবক পালিয়ে যায়। পরে ভুক্তভোগী ওই কিশোরীকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে অভিযুক্ত শওকত তস্তারকে আসামী করে সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনার পর পরই আসামী শওকত তস্তার গা ঢাকা দেয়। বিষয়টি র্যাবের নজরে আসলে মাদারীপুর র্যাব-৮ ও র্যাব-১১ বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে আসামী শওকত তস্তারকে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক এলাকা হতে গ্রেপ্তার করে।
মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মুহতাসিম রসুল বলেন, মামলায় পর থেকেই আসামী পলাতক ছিলো। বিষয়টি আমাদের নজরে আসলে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। দন্ডপ্রাপ্ত আসামীকে আইনী প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে পাঠানো হবে।