বার্তা ডেস্ক >>
মাদারীপুরের কালকিনি থেকে রাসেল আকন (৩০) ও রাকিব সরদার (২৭) নামে দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার (১৬ আগষ্ট) দুপুরে এম ফরহাদ রাহী মীর এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এনায়েতনগর ইউনিয়নের কাঠালতলা এলাকার নাসির সরদারের বাড়ির সামনে থেকে দুইশ পিছ ইয়াবাসহ দুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কাচারীকান্দি গ্রামের মৃত বাশার আকনের ছেলে রাসেল আকন এবং মৃত রাজ্জাক সরদারের ছেলে রাকিব সরদার।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। এদের বিরুদ্ধে কালকিনি থানায় মামলা প্রক্রিয়াধীন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।