Madaripur Barta
ঢাকাশুক্রবার , ২৫ আগস্ট ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীকে এসিড নিক্ষেপের ৮ দিন পর সাবেক স্বামী সুমন গ্রেফতার

madaripurbarta
আগস্ট ২৫, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

  1. বার্তা ডেস্ক >>

 বেকার ও মাদকাসক্ত স্বামীকে তালাক দেয়া ও অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় স্ত্রীকে এসিড দিয়ে মুখমন্ডল ঝলসে দেয় সাবেক স্বামী। ঘটনার ৮দিন পর সাবেক স্বামী সুমন শিকদারকে গ্রেফতার করেছে মাদারীপুর ডিবি পুলিশ। শুক্রবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে দুপুর ১২ টায় সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য জানান।

 পুলিশ সুপার কার্যালয় থেকে লিখিত প্রেস রিলিজ থেকে জানা যায়, ১৬ আগষ্ট রাত ১০ টার দিকে ছলু ব্যপারীর কান্দি এলাকায় সাদিয়া আক্তার নামের এক যুবতীকে তার প্রাক্তন স্বামী সুমন সিকদার এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে সাদিয়ার মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। সাদিয়ার ডাক চিৎকারে পরিবারের লোকজন উদ্ধার করে তাকে প্রথমে শিবচর হাসপাতালে ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে শেখ হাসিনা বার্ণ ইউনিটে মুমূর্ষ অবস্থায় তার চিকিৎসা চললে। এ ঘটনায় সাদিয়া আক্তারের বোন তাসলিমা আক্তার শিবচর থানায় একটি মামলা দায়ের করে। মাদারীপুর পুলিশ সুপার মাসুদ আলমের নির্দেশে শিবচর থানার পাশাপাশি মামলাটি তদন্ত ও আসামী গ্রেফতারের জন্য মাঠে নামে মাদারীপুর ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুরের ডিবি পুলিশের একটি দল জেলার শিবচর থানা ও শরীয়তপুরের জাজিরা থানা পুলিশের সহযোগীতায় ২৪ আগষ্ট রাতে শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিরচর এলাকা থেকে সুমন শিকদারকে গ্রেপ্তার করে।

 সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম জানান, এসিড নিক্ষেপএর প্রধান আসামিকে জেলা গোয়েন্দা (বিবি) পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারে তার প্রাথমিক সম্পৃক্ততা স্বীকার করেছে।

 সে আরো বলেন, প্রেমের সম্পর্কে চার বছর আগে শিবচর উপজেলার মাদবরের চর এলাকার সিরাজ শিকদারের ছেলে সুমন শিকদারের সাথে বিয়ে হয় একই এলাকার লিটু হাওলাদারের মেয়ে সাদিয়া আক্তারের। তাদের ঘরে এক শিশুকন্যা সন্তানও রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।