বার্তা ডেস্ক >>
মাদারীপুরে ২ হাজার ১০০ পিচ ইয়াবার বড়িসহ সিফাত মালত (২৩) ও ওমর ফারুক (২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে মাদারীপুর পৌরসভার পুরান বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে সিফাত মালত সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দবির মালতের ছেলে ও ওমর ফারুক একই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সালাউদ্দিন আহমেদ জানান, সিফাত মালত ও ওমর ফারুক দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। আজ বিকেলে তারা দুজন ইয়াবা বিক্রির উদ্দেশ্যে পুরান বাজারের মায়ের দোয়া বিরিয়ানি হাউজ নামের একটি দোকানের সামনে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শরীফ আব্দুর রশীদের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। তাদের তল্লাশি করতে চাইলে ইয়াবা থাকার বিষয়টি প্রথম দিকে অস্বীকার করে। পরে তল্লাশি করার সময়ে তাদের একজনের হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ২ হাজার ১০০ পিচ ইয়াবার বড়ি উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক সালাউদ্দিন আহমেদ আরো বলেন, সিফাত মালত ও ওমর ফারুক দীর্ঘদিন ধরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ থেকে ইয়াবা এনে পাইকারি বিক্রি করে আসছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের দুজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সদর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা করেছে। তাদেরকে আগামীকাল আদালতে পাঠানো হবে।