গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ এ কাজী মোখলেছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কাজী আসাদুজ্জামান ও সহকারী শিক্ষক এইচএম জাকির হোসেন উপজেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।
উপজেলা শিক্ষা অফিসার তাছলিমা বেগম জানান, ক্লাস্টার ভিত্তিক প্রতিযোগিতা শেষে উপজেলা পর্যায়ে সোমবার কাজী মোখলেছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কাজী আসাদুজ্জামান ও সহকারী শিক্ষক এইচএম জাকির হোসেন উপজেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। জেলায় প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য তাদের নামের তালিকা প্রেরন করা হয়েছে। অপর দিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী আসাদুজ্জামান ও সহকারী শিক্ষক এইচএম জাকির হোসেন নিবার্চিত হওয়ায় শিক্ষক নেতৃবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ ও শিক্ষক বৃন্দ অভিনন্দন জানিয়েছেন।