Madaripur Barta
ঢাকাশনিবার , ১৮ ডিসেম্বর ২০২১
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে বিজয় দিবস উপলক্ষে যুবসমাজের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত

madaripurbarta
ডিসেম্বর ১৮, ২০২১ ১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

 

ডাসার প্রতিনিধি:

মাদারীপুরের ডাসারে বিজয়ের দিনে শীতকালীন জনপ্রিয় খেলা ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবছরের ন্যায় যুবসমাজের উদ্যোগে এ-খেলার আয়োজন করা হয়।

গতকাল ১৬ ডিসেম্বর বিজয়ের দিনে বিকেল ৫ থেকে রাত ১১ টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলা হয়। এসময় খেলায় অংশগ্রহণ করে ১২ টি দল। নকআউট খেলায় দুই দল ফাইনালে অংশগ্রহণ করে, সৈয়দ রুবেজ গুপ ও সৈয়দ ইমন গুপ। ফাইনাল খেলায় জয়লাভ করেন ইমন গুপ। খেলা শেষে বিজয়ী ও খেলায় অংশগ্রহণকারী প্রত্যেককে পুরস্কৃত করা হয়।

এসময় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন যুবসমাজের আইকন সৈয়দ মোকাররম হোসেন, ডাসার উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সামাদ সুমন, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, শরীফ আশিক প্রমুখ।

এসময় ব্যাডমিন্টন খেলার আয়োজক কমিটিকে সকলে ধন্যবাদ জানিয়ে প্রতিবছর যাতে খেলা চলমান থাকে, সেই আশা ব্যক্ত করেন।

খেলা উপলক্ষে বক্তরা বলেন, যেকোনো খেলা নিঃসন্দেহে মনকে উৎফুল্ল রাখে। আমরা আগামী বছর আরও বড় পরিসরে খেলার আয়োজন করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।