Madaripur Barta
ঢাকামঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা দিবসে শতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিল মাদারীপুর জেলা পরিষদ

Jahid Hasan
মার্চ ২৬, ২০২৪ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

জাহিদ হাসান:

মাদারীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলার ১২০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে জেলা পরিষদের মিলনায়তনে এই সংবর্ধনা দেয়া হয়। এতে জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের হাতে ফুলের তোড়া, উপহার সামগ্রী ও বার্ষিক ক্যালেন্ডার তুলে দেন।

মাদারীপুর জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মীর মামুন অর রশিদ এর সভাপতিত্বে ও সদস্য ও প্যানেল চেয়ারম্যান মহিউদদ্দিন খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদস্য মোহাম্মদ ইলিয়াছ হোসেন, সংরক্ষিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান আয়শা সিদ্দিকী, সংরক্ষিত সদস্য মোসাঃ রোকসানা পারভীন, বীর মুক্তিযোদ্ধাসহ অন্যরা।

এ সময় বক্তারা ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের অবদান তুলে ধরেন এবং জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরীর সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

 

 

 

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।