Madaripur Barta
ঢাকাবুধবার , ২৭ মার্চ ২০২৪
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

ঘুরে ঘুরে রোজাদারের হাতে ইফতার তুলে দেন মাদারীপুর গনঅধিকার পরিষদর

Jahid Hasan
মার্চ ২৭, ২০২৪ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি:

দ্রব্যমূল্যের কষাঘাতে নিম্নআয়ের মানুষের নাভিশ্বাস অবস্থা। জীবিকার টানে রমজানের ইফতার পরিবারের সঙ্গে করার সুযোগ পান না অনেকেই। তাই রাস্তাঘাটেই কাটে এসব মানুষের ইফতার। মাদারীপুরে   ইফতারে ঘরের বাইরে থাকা নিম্নআয়ের রোজাদারদের ইফতার করানোর উদ্যোগ নিয়েছেন জেলা গণঅধিকার পরিষদের নেতা কর্মিরা।

মঙ্গলবার  (২৬ মার্চ) শকুনি লেকপার স্বাধীনতা প্রাঙ্গনে  ইফতার বিতরণের  কর্মসূচি পালন করেন। জেলা গণ অধিকার পরিষদের  পক্ষ থেকে দুই শতাধিক অসহায়-দুস্থ ও শ্রমজীবী মানুষের মাঝে কর্মীদের সঙ্গে নিয়ে ইফতার দিচ্ছেন জেলা গণঅধিকার পরিষদের  সাধারণ সম্পাদক শাহরিয়ার মনির।

এদিকে জেলা গণঅধিকার পরিষদের  সাধারণ সম্পাদক শাহরিয়ার মনির বলেন, দীর্ঘ বছর ধরে অল্প মানুষের জন্য হলেও ইফতার বিতরণের কাজটি করছি। কারণ অনেকেই আছেন যারা কাজের কারণে বাসায় ইফতার করতে পারেন না। হয়তো তেমন কিছু খাওয়াও সম্ভব হয়ে ওঠে না। আমরা তাদের হাতে ইফতার তুলে দিচ্ছি। পুরো মাসজুড়ে কার্যক্রম চলবে। রোজাদাররা খুব খুশি হচ্ছেন। এটাই আমাদের তৃপ্তির জায়গা।

গণ অধিকার পরিষদের মাদারীপুর জেলার সভাপতি গাউছ মৃধা বলেন, রমজানজুড়ে আমরা ইফতার বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। সাধ্যের মধ্য থেকে নিম্ন আয়ের মানুষের পাশে থাকতে পারতেছি।এটা আমাদের কাছে একটি আনন্দের বিষয়। কথা হলো আমরা অসহায় এবং নিম্ন মানুষদের ইফতার করাইতে পারতেছি এটাই সব চাইতে বড় একটা নিয়ামত।

ইফতার বিতরণের উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা নুর আলম মোল্লা,হারুন মাতুব্বর হিরু,গণ অধিকার পরিষদের মাদারীপুর জেলার সভাপতি গাউছ মৃধাসহ অন্যান নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।