ডাসার প্রতিনিধি:
মাদারীপুরের ডাসার উপজেলার বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের ২০২১ ইং শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা ১১ টার দিকে বেতবাড়ী ১৫৫ নং প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
স্কুলের প্রধান শিক্ষক বিভা রানীর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুল কমিটির সভাপতি সৈয়দ এনায়েত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সৈয়দ নজরুল ইসলাম, অবসর প্রাপ্ত সেনা সদস্য বসার কাজী, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী কামরুল, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোকাররম হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষকগন, শিক্ষার্থী ও অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় উপস্থিত অত্র স্কুলের শিক্ষক ও আগত অতিথিবৃন্দ আলোচনা সভা শেষে পঞ্চম শ্রেণীর শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী ছাত্র-ছাত্রীদের জন্য দোয়া করা হয়।
এসময় কোমলমতি প্রত্যেক শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।