Madaripur Barta
ঢাকাসোমবার , ২২ এপ্রিল ২০২৪
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে যৌতুকের দাবীতে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ

Jahid Hasan
এপ্রিল ২২, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে যৌতুকের দাবীতে ৮ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এইরমধ্যে অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে মাদারীপুরের সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুইচারভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইশিতা আক্তারের ১০ বছরের এক মেয়ে ও ৮ বছরের এক ছেলে রয়েছে।
স্বজনরা জানায়, মাদারীপুরের সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুইচারভাঙ্গা গ্রামের মাজেদ ঢালীর ছেলের এনামুল ঢালীর (৪২) সাথে ১২ বছরের আগে পারিবারিকভাবে বিয়ে হয় ঘটমাঝি গ্রামের আইয়ুব আলী মাতুব্বরের মেয়ে ইশিতা আক্তারের (৩৬)। বিয়ের সময় নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র দেয়া হয় এনামুলের পরিবারকে। এরপর প্রতিনিয়ত আরোও যৌতুকের জন্য ইশিতার উপর করা হয় শারিরিক নির্যাতন। এ বিষয়ে পরিবারের কাছে নালিশ দিয়েও পায়নি কোন প্রতিকার। সবশেষ শনিবার রাতে শ্বশুরবাড়ি থেকে ইশিতার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য পাঠানো হয় জেলা সদর হাসপাতালে।
স্বজনদের অভিযোগ, যৌতুক না দেয়ায় এনামুল, তার বড়ভাই টুটুল ঢালীসহ শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করা হয়েছে ইশিতাকে। পরে বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেয় এনামুলের পরিবার। এই ঘটনার দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।
নিহত ইশিতার ভাই সোহেল মাতুব্বর বলেন, আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যৌতুকের জন্য আমার বোনকে এভাবে মেরে ফেলবে ভাবতে পারিনি। এই ঘটনায় জড়িত এনামুল ও তার পরিবারের লোকজন। এর কঠিন বিচার চাই।
ইশিতার মামা আকাশ মাতুব্বর বলেন, আমার ভাগিনিকে পিটিয়ে হত্যা করেছে। এখন তারা বলে, আত্মহত্যা করেছে। ৮ মাসের অন্তঃসত্ত্বা কোন নারী আত্মহত্যা করতে পারে না। এর আগেও যৌতুকের জন্য ইশিতাকে নির্যাতন করতো। এই ঘটনায় এমন বিচার চাই, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনা ঘটাতে সাহস না পায়।

মাদারীপুর সদর মডেল থানার ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে শনিবার রাতেই পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে পেলে বলা যাবে কিভাবে ইসিতা ঢালী মারা গেছে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত এনামুলকে আটক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।