Madaripur Barta
ঢাকাশুক্রবার , ২৪ ডিসেম্বর ২০২১
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের পুরান বাজারে ৫ দোকানে ভয়াবহ আগ্নিকান্ড

madaripurbarta
ডিসেম্বর ২৪, ২০২১ ১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

 

জাহিদ হাসান:
মাদারীপুর শহরের পুরান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ টি দোকান পুড়ে গিয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে শহরের পুরান বাজারের করাচি বিড়ি সড়কের সুমন মাইক সার্ভিস নামে একটি দোকান থেকে এই আগুন সূত্রপাত হয়ে আশ-পাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে স্হানীয় ব্যাবসায়ী, বনিক সমিতির কর্মকর্তাদের সহায়তায় প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে ছত্তর আকন, খোকন ফকির, মহিদ খলিফা, আশরাফ, সেরজনসহ মোট পাঁচ টি দোকান ও পাশে অবস্থিত মুক্তনগর মাদ্রসার দুটি রুম পুরে গিয়েছে।

মাদারীপুর বনিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুষার ভুইয়া জানান, আজকের এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৫ টি দোকানে প্রায় দুই কোটির অধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে সুমন মাইক সার্ভিসের বন্ধ দোকানে শর্ট সার্কিট হতেই এই আগুনের সুত্রপাত হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোফাজ্জল হোসেন জানান, আগুন লাগার কথা শুনে মাদারীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেবানোর চেস্টা করেন অবস্থার বেগতিক দেখে রাজৈর ফায়ার সার্ভিস ও শরিয়তপুর ফায়ার সার্ভিস কে আসতে বলা হয়। তবে তাদের পৌঁছানোর আগেই আগুন সম্পুর্ন ভাবে নেভানো সম্ভব হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।