জাহিদ হাসান:
মাদারীপুর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (৩০ জুন) বেলা ১১টায় পৌরসভার সম্মেলন কক্ষে এই ঘোষণা করা হয়। বাজেট ঘোষণা করেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ। তিনি তাঁর বাজেট বক্তৃতায় ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রস্তাাবিত বাজেট আয় ১’শ ৩৮ কোটি পঞ্চাশ লাখ ৭ হাজার ৭‘শ সাইত্রিশ টাকা, ব্যয় ১’শ ৩৮ কোটি ৭ লাখ এবং ৪৩ লাখ ৭ হাজার ৭‘শ সাইত্রিশ টাকা উদ্বৃত্ত ঘোষণা করেন। এছাড়া করোনাকালীন দেড় লাখ নাগরিককে করোনার টিকাদানে বিডি ক্লিন ও স্কাউট সহযোগিতা করায় ধন্যবাদ জানিয়েছেন পৌর মেয়র।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র আইয়ুব খান, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাইয়েদা সালমা, প্রাক্তন শিক্ষক মহাদেব বর্মন, সাংস্কৃতিক কর্মী এনায়েত হোসেন নান্নু।
পৌরসভার আয়োজনে ও সনাক এর সহযোগিতায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইরশাদ হোসেন উজ্জল, যুবলীগের সভাপতি আতাহার সরদার, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খান নাঈম, ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, কাউন্সিলরবৃন্দ, সাংবাদিক, সনাক সদস্য সহ অন্যরা।