Madaripur Barta
ঢাকামঙ্গলবার , ১৬ জুলাই ২০২৪
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

বিকাশ কর্মী পরিকল্পনায় ১৮ লাখ টাকার ছিনতাইর ঘটনায় ৩ আসামী গ্রেফতার

Jahid Hasan
জুলাই ১৬, ২০২৪ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

জাহিদ হাসান:
মাদারীপুরে আল-আমিন নামে এক বিকাশ কর্মীর পরিকল্পনায় নিজের ভায়রাকে দিয়ে ছিনতাই এর ঘটনা ঘটিয়ে ১৮ লাখ টাকা ছিনতাই করা হয়। এসময় পরিকল্পনা মতই আল-আমিনকে কুপিয়ে আহত করে ছিনতাই করা হয়। এ ঘটনায় তিনজন আসামীকে গ্রেফতার করেছে মাদারীপুর পুলিশ।
এসময় আসামীদের থেকে দুটি মোটর সাইকেল ও নগদ ১৪ লাখ ৫৭ হাজার ৫শ’ টাকা জব্দ করা হয়।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকালে মাদারীপুর পুলিশ সুপার মো. শফিউর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
প্রেসব্রিফিং-এ জানানো হয়, গত ৭ জুলাই বিকাশ কর্মী পূর্বপরিকল্পনা মতে আরেক বিকাশ কর্মীকে নিয়ে মাদারীপুর সদর উপজেলায় কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী এলাকায় যাওয়ার সময় দুটি মোটরসাইকেল চারজন গতিরোধ করে এবং আল-আমিনকে কুপিয়ে বিকাশের ১৮ লাখ টাকা ছিনতাই করে। আহত অবস্থায় আল-আমিনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে পুলিশ, সিআইডি ও ডিবি পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেন এবং তদন্তে আল-আমিনের সম্পৃক্ততা পায়। তারই সূত্র ধরে সদর উপজেলার কুলপদ্বি গ্রামের হযরত আলী সরদারের ছেলে আল-আমিন সরদার (২৩), কালকিনি উপজেলার ল²ীপুর গ্রামের আব্দুস সালাম সরদার এর ছেলে নুরুল করিম (২৫) এবং একই উপজেলার এনায়েতনগর গ্রামের আলমাছ সরদার এর ছেলে মো. সাইমুন সরদার (১৯)কে আটক করা হয়। আসামীদের থেকে দুটি মোটর সাইকেল ও নগদ ১৪ লাখ ৫৭ হাজার ৫শ’ টাকা, একটি হেলমেন্ট, একটি আইফোন ও একটি টিশার্ট জব্দ করা হয়।
আটককৃতদের আদালতে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।