জাহিদ হাসান:
সারা দেশের সাথে মাদারীপুরেও পুলিশের কর্মবিরতি চলছে। মাদারীপুর পুলিশ লাইন্সের প্রধান গেটের সামনে বুধবার দুপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলায় কর্মরত পুলিশ সদস্যরা। এ সময় পুলিশ সদস্যরা ১১ দফা দাবি সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
পুলিশ সদস্যরা জানান, চলমান ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ হত্যাসহ সকল পুলিশি স্থাপনায় ধ্বংশযজ্ঞ চালানো ব্যক্তিদের চিহ্নিত করে অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে। আমরা চাই একটি নিরপেক্ষ এবং যুগোপযোগী পুলিশ বাহিনী দেশে গড়ে উঠুক। আমরা চাই “ পুলিশই জনতা, জনতাই পুলিশ” এর বাস্তবায়ন। আমরা চাই দেশ সংস্কারের সাথে সাথে পুলিশ বাহিনীর সংস্কার হোক। পুলিশ সদস্যরা বড় বড় পুলিশ অফিসারদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। আমাদের এই কর্মবিরতী আন্দোলন শুধুমাত্র ফেসিবাদী অফিসারদের বিরুদ্ধে। যারা নিজের সার্থ হাসিলের জন্য আমাদেরকে ব্যবহার করেছে।