Madaripur Barta
ঢাকামঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলোস হস্রাধিক মানুষ

Jahid Hasan
ডিসেম্বর ১৭, ২০২৪ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

জাহিদ হাসান:

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো মাদারীপুরের সহস্রাধিক অসহায় পরিবার।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টায় মহান বিজয় দিবস উপলক্ষে শীর্ষ ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা ‘আশা’-এর উদ্যোগে মাদারীপুরের চরমুগরিয়া ও কালকিনির খাসেরহাট স্বাস্থ্যসেবা কেন্দ্রে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে মাদারীপুরের চরমুগরিয়া সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে ক্যাম্পের উদ্বোধন করেন, মাদারীপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ হাবিবুল আলম।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে আয়োজিত চিকিৎসা সেবায় রোগিদের ব্যবস্থাপত্র প্রদান, ফিজিওথেরাপি সেবা, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয় এবং ৫-১৬ বছর বয়সী কিশোর -কিশোরীদের বিনামূল্যে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়।

এ সময় প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ চিকিৎসা সেবা পেয়ে খুশি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. তানিয়া ফেরদৌস, আশার জেলা প্রধান মো. সোহেল আহমেদ, আশা সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজ্জাক আহমেদ সৌরভ।

সভায় সভাপতিত্ব করেন আশার আঞ্চলিক ম্যানেজার এমদাদ হোসেন। সভা পরিচালনা করেন ব্রাঞ্চ ম্যানেজার মো. হুমায়ুন কবির।

এদিকে বিজয় দিবস উপলক্ষ্যে মাদারীপুরের কালকিনি খাসেরহাট স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রায় পাঁচ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেন।

এ সময় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাসেরহাট বাজার কমিটির সভাপতি আজম সিকদার , অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. নুরুল ইসলাম, ফ্রি মেডিকাল ক্যাম্পের সভাপতিত্ব করেন, আশা মঠের বাজার আঞ্চলিক ব্যবস্থাপক মো. এনামুল হক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।