Madaripur Barta
ঢাকারবিবার , ২৬ ডিসেম্বর ২০২১
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

উৎসব মুখর পরিবেশে মাদারীপুরের ২ উপজেলায় ভোট গ্রহন শুরু 

madaripurbarta
ডিসেম্বর ২৬, ২০২১ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

জাহিদ হাসান:

চতুর্থ ধাপে উৎসব মুখর পরিবেশে মাদারীপুরের শিবচরের ৩ ইউনিয়ন ও রাজৈরের ৬ ইউনিয়নে ভোট গ্রহন শুরু হয়েছে।
আওয়ামী লীগের দলীয় প্রতীক না থাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই ভোটাররা কেন্দ্রগুলোতে লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্নের লক্ষে কেন্দ্রগুলোতে র‌্যাব, বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশসহ বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে।

এ নির্বাচনে রাজৈরে চেয়ারম্যান পদে ৪০ জন প্রার্থী, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৬১ জন ও সাধারন ওয়ার্ড সদস্য পদে ১ শ ৬৫ জন প্রার্থী প্রতিদন্দীতা করছেন। এ ৬ ইউনিয়নে ৪৫ হাজার ৩ শ ১০ জন পুরুষ ও ৪২ হাজার ৩০ জন নারীসহ ৮৭ হাজার ৩ শ ৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ৫৫ টি কেন্দ্রের ২ শ ৫৮ টি বুথে ভোট গ্রহন চলছে।

অপরদিকে শিবচরে চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৩৬ জন ও সাধারন ওয়ার্ড সদস্য পদে ৮৯ জন প্রার্থী প্রতিদন্দীতা করছেন। এ ৩ ইউনিয়নে ২৩ হাজার ২ শ ৭৯ জন পুরুষ ও ২১ হাজার ১শ ৫৯ জন নারীসহ ৪৪ হাজার ৪ শ ৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ২৭ টি কেন্দ্রের ১ শ ৩৩ টি বুথে ভোট গ্রহন চলছে।

শিবচর থানার অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন বলেন, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনী দায়ীত্ব পালন করছে। কেউ বিশৃংখলা সৃষ্ঠির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।