রাজৈর প্রতিনিধি:
রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী হলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক শাহিন চৌধুরী।
শুক্রবার (১-জানুয়ারি) রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম যাচাই বাছাই শেষ এ ঘোষণা দেয়া হয়। এই খবরে উপজেলা আ.লীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের একাংশের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
জানা যায়, গত বছরের ১৩ জুলাই ভোররাত সাড়ে ৫ টার সময় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম,এ মোতালেব মিয়া। এরপর ডিসেম্বর মাসে শূন্যস্থানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এসময় নতুন বছরের আগামী ২৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা জানায় নির্বাচন কমিশন। পরে মাদারীপুর জেলা আ.লীগ সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা গ্রুপের ৬ জন ও সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আ.লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি গ্রুপ থেকে একজন দলীয় মনোনয়ন ফরম কিনে জমা দেন। এদের মধ্যে শাজাহান খান সমর্থিত প্রার্থীকে নৌকার হাল ধরার জন্য মনোনীত করা হয়।
নৌকার মাঝি হতে পারেন নি যারা- সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও আ.লীগের সহ-সভাপতি সেকেন্দার আলী শেখ, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জমিরউদ্দীন খান, যুগ্ন-সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বক্কার, সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র শামীম নেওয়াজ মুন্সী, পৌরসভা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোতালেব মিয়ার মেয়ে গোপা শারমিন এবং আইন বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাজাহান খানের মেয়ে মারজিয়া আফরিন অন্তু।