Madaripur Barta
ঢাকাশনিবার , ১৫ জানুয়ারি ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

রাজৈরে সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

madaripurbarta
জানুয়ারি ১৫, ২০২২ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

রাজৈর প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈরে সরকারি আমিনের বসানো সিমানা খুটি উপড়ে ফেলে দিয়েছে সেনাবাহিনীর সাবেক সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা আজিজুল হাওলাদার (৭০)।

সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ করেছেন উপজেলার খালিয়া গ্রামের বাসিন্দা বৃদ্ধা বন্ধনা রানী মিত্র (৭৫) ও তার মেয়েরা। একইসাথে সংখ্যালঘুদের উপর বিভিন্নভাবে অত্যাচার ও হুমকি দেওয়ারও অভিযোগ করেন তারা।

ভুক্তভোগীরা জানায়, মৃত স্বামী নন্দলাল মিত্রের পৈতৃক সম্পত্তিতে একাই বসবাস করেন বৃদ্ধা বন্ধনা রানী মিত্র। তার বড় ছেলে মারা গেছে এবং ছোট ছেলে ইন্ডিয়া ও তিন মেয়ে তাদের শশুরবাড়ি থাকে। তাদের পাশেই অনেক বছর আগে জায়গা কিনে বসবাস শুরু করে আজিজুল। এরপর থেকে বারবার জায়গা পরিমাপ করার নামে বৃদ্ধা বন্ধনা রানীর উপর বিভিন্নভাবে অত্যাচার চালায়। এমনকি তাকে হত্যার হুমকিসহ তার মেয়েরা বাড়িতে আসলে তাদেরও একাধিকবার মারধরের চেষ্টা করে। একপর্যায়ে সঠিকভাবে ৩৩ শতাংশ জায়গা বুঝে পেতে সরকারি সহযোগিতা চান ওই বৃদ্ধা।
পরে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে জায়গা মাপা শেষে উভয় পক্ষের আমিনের উপস্থিতিতে সিমানা খুটি বসায় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মহিউদ্দিন। এসময় মেনে নিলেও পরেরদিন শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে আজিজুল খুটিগুলো উপড়ে ফেলে দেয়। এ ঘটনা খালিয়া ইউনিয়নের চেয়ারম্যান হামিদুল শাহালম মিয়াকে জানালে তিনি এসে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। ভুক্তভোগী পরিবারের দাবী আইনের মাধ্যমে এর সুষ্ঠু বিচার করে তাদের যেন নিরাপদ ভাবে ঘরে থাকতে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।