Madaripur Barta
ঢাকাবৃহস্পতিবার , ২০ জানুয়ারি ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের শিবচরে ওষুধ বিক্রয় প্রতিনিধির লাশ উদ্ধার

madaripurbarta
জানুয়ারি ২০, ২০২২ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

শিবচর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে থ্রি হুইলার থেকে মো. শফিকুল ইসলাম (২৮) নামে এক ওষুধ বিক্রয় প্রতিনিধির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শফিকুল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করলে লাশ ফেলে সহকর্মীরা পালিয়ে যায় বলে ধারণা করছে পুলিশ ।

পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিক শিবচর পৌরসভার শেখ হাসিনা সড়কে একটি থ্রি হুইলারে একজনের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা শিবচর থানায় খবর দেয়। খবর পেয়ে শিবচর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ও থ্রি হুইলারটি জব্দ করে।

পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়, নিহত যুবক বরগুনা জেলার বামনা উপজেলার সোনাখালী গ্রামের নুরুল হকের ছেলে শফিকুল ইসলাম। তিনি শিবচরে কিউ রেক্স কোম্পানিতে কর্মরত। বুধবার রাত সাড়ে দশ টার দিক শফিকুল ২ জন সহকর্মীকে মাহেন্দ্রতে চড়ে শিবচরের মাদবরচরের বিভিন্ন বাজারে ওষুধ বিক্রি করে ফিরছিল। খাড়াকান্দি এলাকায় পৌঁছালে ড্রেজারের পাইপে লেগে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির মাহেন্দ্রটি উল্টে গিয়ে গাড়ির নীচেই চাপা পড়ে শফিকুল। তার সাথে থাকা দুইজন সহকর্মী স্থানীয়দের সহযোগিতায় ওই মাহেন্দ্র গাড়িতে গুরুতর আহত মো. শফিকুল ইসলামকে শিবচর হাসপাতালের উদ্দেশ্যে রওনা করে।  হাসপাতালে যাওয়ার পথে শফিকুল ইসলাম মারা যায়। পরে লাশ গাড়িতে রেখে সাথে থাকা সহকর্মীরা পালিয়ে যায়।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে আমরা নিশ্চিত হয়েছি। গুরুতর আহত শফিকুলকে কে বা কারা রেখে পালিয়ে গেছে সেটি আমরা নিশ্চিত হতে পারিনি। প্রকৃত তদন্ত শেষে বলা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।