গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনির তিন শিক্ষাথর্ী মোটর সাইকেল যোগে উপজেলা সদরে করোনা ভাইরাসের টিকা দিতে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় বাথর্ী গ্রামের কুয়েত প্রবাসী আব্দুল মালেক বেপারীর ছেলে অন্তর বেপারী নিহত ও তঁারাকুপি গ্রামের জালাল ফকিরের ছেলে রেদওয়ান ফকির ও কাইয়ুম ঘরামী গুরুতর আহত হয়। তাদেরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় রেদোয়ানের মৃত্যু হয়।
গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘাতক বলেশ্বর নামে পরিবহনটিকে আটক করা হয়েছে । চালক পলাতক রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।