খেলাধুলা বার্তা ডেক্স:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিক, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ এর আওতায় আচমত আলী খান স্টেডিয়ামে মাদারীপুর জেলায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শেষ হয়েছে অনূর্ধ্ব ১৫ বছর বয়স্ক ছেলেদের ৫ দিনব্যাপী আবাসিক ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প।
সমাপনীদিনে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.ওবাইদুর রহমান খান, মাদারীপুর ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো.গোলাম কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদারীপুর জেলা ক্রীড়া অফিসার মো.বকতিয়ার রহমান গাজী। এসময় প্রশিক্ষনার্থীদের জার্সি ও সনদত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রশিক্ষনার্থী ২৪ জন বালক ৬ই জানুয়ারি ২০২২ থেকে আবাসিক ক্যাম্পে অংশগ্রহন করছে। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন কোচ আফজাল হোসেন মানিক (এএফসি বিসার্টিফিকেট) ও মো.আশরাফুল মোল্লা (এএফসি সি সার্টিফিকেট)।