Madaripur Barta
ঢাকাবৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে রোজাদারদের বিনামূল্যে শীতল  পানি বিতরণ

madaripurbarta
এপ্রিল ২১, ২০২২ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধি:
প্রচণ্ড গরমে রোজাদারদের জন্য বিনামূল্যে শীতল পানি বিতরণ করছে বরিশালের গৌরনদীর বাটাজোর তারুণ্যের মশাল ফাউন্ডেশন। প্রতিদিন বিকেল থেকে ইফতারের সময় পর্যন্ত ঠান্ডা পানির বুথের মাধ্যমে এ পানি বিতরণ করা হচ্ছে।
অনন হাওলাদারের পরিচালনায় এবং তারুণ্যের মশাল ফাউন্ডেশন ও বিবিএম ক্লাব তত্ত্বাবধানে রমজানের প্রথম দিন থেকে রোজাদারদের এভাবেই বিনামূল্যে ঠান্ডা পানি বিতরণ করে আসছেন তারুণ্যের মশাল ফাউন্ডেশনের সদস্যরা। প্রতিদিন বিকেল হলে তারা পানি বিতরণে বেরিয়ে পড়েন। ইফতারির সময় পর্যন্ত চলে তাদের এ পানি বিতরণ।
তারুণ্যের মশাল ফাউন্ডেশনের পরিচালক অনন হাওলাদার জানায়, প্রতিদিন বিকেল থেকে পানি বিতরণ শুরু হয়। বিকেল ৪টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বিতরণ চলে। রোজারদের তৃষ্ণা মিটাতে মশাল ফাউন্ডেশনের একটি সামান্য উদ্যেগ মাত্র।
তিনি আরও বলেন, এর আগে তারুণ্যের মশাল ফাউন্ডেশনের উদ্যেগে গরীব অসহায়দের জন্য মানবতার দেয়াল করে দেয়া হয়েছে। মানবতার সেবার জন্য কাজ করাই হচ্ছে আমাদের ফাউন্ডেশনের মূল লক্ষ্য।
স্থানীয় বাসিন্দারা জানায়, তারুণ্যের মশাল ফাউন্ডেশন রোজাদারদের জন্য শীতল পানি বিতরণ করছে। এটি অনেক ভালো একটি কাজ। এর মাধ্যমে রোজাদাররা যেমন উপকৃত হচ্ছেন তেমনি ছেলেমেয়েরাও সামাজিক কাজে উদ্বুদ্ধ হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।